Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

 

 

অদ্যকার সভায় সর্ব সম্মতিক্রমে জনাব হাজী মো- জজ মিয়া চেয়ারম্যান সাহেবের সভাপতিত্বে সভার কাজ আরম্ভ করা হইল।

 

আলোচ্য বিষয়ঃ

০১. গত সভার সিন্ধান্ত সুমূহ পাঠ ও অনুমোদন।

      ০২. বিভিন্ন বিভাগ/ সংস্থা ভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা।

০৩. ইউনিয়নের আইন শৃংখলা পরিস্থিতির বিষয়ে আলোচনা।

০৪. ইউনিয়নের আয় বর্ধক কার্যক্রমের উপর আলোচনা।

      ০৫. বিবিধ।

 

 

ক্রঃ নং

আলোচ্য বিষয়

গৃহিত সিন্ধান্ত

দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি

০১

গত সভার গৃহিত মন্তব্য সমূহ পঠন ও অনুমোদন।

 

অদ্যকার সভায় সর্বসম্মতিক্রমে গত ০৩-১০-২০১৭ ইং তারিখের সভার সিদ্ধান্ত সমূহ পঠন ও অনুমোদন করা হয়।

 

ইউ,পি সচিব

 

 

 

 

 

 

 

 

০২

বিভিন্ন বিভাগ/ সংস্থা ভিত্তিক কার্যক্রম বাসত্মবায়ন ও অগ্রগতি পর্যালোচনা।

 

বিভিন্ন বিভগ/ সংস্থা ভিত্তিক কার্যক্রমের অগ্রগতির উপর আলোচনা করা হয়। আলোচনা কালে,

(ক) কৃষি বিভাগঃ- আব্দুর রহমান ঢালি, উপসহকারী কৃষি অফিসার কোন্ডা ইউনিয়ন বিগত ০২ মাসে ৮০ জন কৃষককে বিভিন্ন সমস্যার উপর পরামর্শ দেওয়া হয়েছে। ১৭ জন কৃষককে সি. আই. জি দলের প্রশিক্ষণদেওয়া হয়েছে।  তিনি আরো জানান বাংলাদেশ সরকার ইউরিয়া সারের দাম প্রতি বসত্মায় ২০০/= টাকা  কমিয়েছেন। যাহাতে কৃষক ক্ষতি গ্রস্থ না হয় এ বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেণ। 

 

সিদ্ধান্ত: সর্ব সম্মতিক্রমে আগামী সভায় কৃষি বিভাগের বিসত্মারিত প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হইল। আলচ্য বিষয়ে সকলে তত্বপর থাকার জন্য সিদ্ধান্তগ্রহণ করেণ। এবং ইউরিয়া  সারের দাম কমানোর জন্য সন্তোষ প্রকাশ করেণ।

 

(খ) পশু সম্পদঃ-ইউনিয়নে মৎস পশু ও প্রাণী সম্পদের উপর আলোচনা করা হয়। পশুসম্পদবিভাগের স্বেচ্ছাসেবি কর্মি হিসেবে ডা: মো: শহিদুল ইসলাম ইউনিয়ন পশু সম্পদ বিভাগের  দায়িত্বে নিয়োজিত আছেন। তিনি জানান সরকারী পর্যায়কোন প্রকার ঔষধ পত্র বরাদ্দ দেওয়া হয় না। বিষয়টি অত্যমত্ম দুঃখ জনক  হলেও সত্য যে, অত্র কোন্ডা  ইউনিয়নের কৃষকগণ উক্ত সেবা হতে বঞ্চিত হচ্ছে।

 

সিদ্ধান্ত: আগামীতে উপজেলা সমন্বয়ন কমিটির সভায় আলোচ্যবিষয় সমূহ উপস্থাপন করা হইবে বলে চেয়ারম্যান সাহেব সকলকে আসসত্ম করেন।

 

( গ) সাস্থ্য ও প.প বিভাগঃ-সাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমের উপর আলোচনা করা হয়। আলোচনা কালে সাস্থ্য পরিদর্শক ও পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক সভাকে অবিহত করে যে, বিভাগীয় কার্যক্রম সমত্মষ জনগ ভাবে চলছে। সাস্থ্য পরিদর্শক সাহেব জানান যে জাজিরা কমিউনিটি ক্লিনিকে নলকূপের প্রয়াজন। দ: পানগাও কমিউনিটি ক্লিনিকের চারিপার্শে মাটি ভড়াটের  প্রয়োজন। অন্যথায় বিল্ডিং এর ক্ষতির  সম্ভাবনা রহিয়াছে। সাস্থ্য পরিদর্শক মো: আজহারুল ইসলাম পরিদর্শন করে সকলের সহযোগীতা কামনা করেণ।

 

সিদ্ধান্ত:  আলোচ্য বিষয়ের উপর আলোচনা অমেত্ম চেয়ারম্যান মহোদয় উপরোক্ত সমস্যা বলী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারিদের আস্যস্থ করেন। চেয়ারম্যান মহোদয় বিভাগীয় কর্মিদের পরবর্তি সভায় লিখিত ভাবে কাজের অগ্রগতির প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেষ দেন।

 

(ঘ) এনজিও প্রসঙ্গেঃ-অদ্যকার সভায় অত্র ইউনিয়নে কর্মরত এনজিও প্রতিষ্ঠান সমূহের কোন কর্মকর্তা /প্রতিনিধি উপস্থিত না  থাকায় কোন তথ্য না পাওয়ায় সকলে অসমত্মষ প্রকাষ করেন।

 

সিন্ধামত্মঃআগামী সভায় সংশিস্নষ্ট এনজিও সমূহের অবগতির জন্য অবহিত করা হইবে।

 

 

 

 

বিভিন্ন বিভগ/ সংস্থা ভিত্তিক/

প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত

কর্মকর্তা

 

 

 

 

 

 

 

 

 

 

সংশিস্নষ্ট কর্মকর্তা কর্মচারি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(ঙ) বাল্য বিবাহ প্রতিরোধঃবাল্য বিবাহ প্রতিরোধের বিষয়ে বিসত্মারিত ভাবে আলোচনা করা হয়। কোন্ডা ইউনিয়নের নিকাহ্ রেজিষ্টার জনাব মোঃ আ: মালেক  সভাকে অবহিত করেণ যে, সে কোন বাল্য বিবাহের রেজিষ্ট্রী করেণ না। তিনি আরো জানান গত ০২ (দুই) মাসে ২১টি বিবাহ রেজিষ্ট্রী করা হইয়াছে। এবং ০৬ (ছয়) টি তালাক রেজিষ্ট্রী করা হইয়াছে।

 

সিন্ধামত্মঃ বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে ততপর থাকার জন্য সিন্ধামত্ম গৃহিত হয়।

 

 

(চ) শিক্ষা:ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছাত্র/ছাত্রীদের পাঠ দানে কোন অনিয়মের তথ্য পাওয়া যায় নাই। সভায় সকলে সন্তোষ প্রকাশ  করেণ। কোন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় বৃষ্টির পানি জমে যাওয়ায় ছোট ছোট ছাত্র/ ছাত্রীদের স্কুলে আশা যাওয়া কষ্টকর। পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করা জরুরী।

 

সিন্ধান্ত:চেয়ারম্যান মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশিস্নষ্ট শিক্ষককে আস্যস্থ  করেণ।

 

 

                                                           

                                                              

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

চেয়ারম্যান

 

 

 

 

 

সকল সদস্য

                      

                                                                                                

 

 

 

 

 

 

 

 

 

 

 

০৩

ইউনিয়নের আইন শৃংখলা পরিস্থিতির বিষয়ে আলোচনা।

 

অদ্যকার সভায় সর্ব সন্মতিক্রমে আইন শৃংখলা পরিস্থিতির বিষয়ের উপর আলোচনা হয়, আলোচনাকালে কোন্ডা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য জনাব মো: আবুবকর সাহেব তার এলাকার মোটবাড়ী নামক গ্রামে রাজীব ও সিরাজের মধ্যকার বিরোধের মিমাংশা করার বিষয় আলেক পাত করেন। প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য উদ্ধর্তণ কর্তিপক্ষের দৃষ্টি আকর্শণ করা হয়।

 

 

০৪

ইউনিয়নের আয় বর্ধক কার্যক্রমের উপর আলোচনা।

 

দ্যকার সভায় সর্ব সন্মতিক্রমে কোন্ডা ইউনিয় পরিষদের আয় বর্ধক কর্মসূচির উপর বিসত্মারিত ভাবে আলোচনা করা হয়। চেয়ারম্যান মহোদয় সভাকে অবহিত করেণ যে, ইতি মধ্যে ইউনিয়নের হোল্ডিং কর নির্ধারণ করা হইয়াছে। ইউনিয়নের কর আদায়ের সকলের সহযোগীতা কামনা করেণ।

 

সিন্ধান্ত: ইউনিয়নের কর আদায়ের উপর গুরম্নত্ব দিয়ে কর আদায়ে সর্বসন্মতিক্রমে সার্বিক সহযোগীতার সিন্ধামত্ম গৃহিত হয়।

 

০৫

বিবিধ।

 

অতপর আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয়  সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করেন।

 

 

                                                                                            

 

 

                                                                             সভাপতি

                                                                   হাজী মোঃ জজ মিয়া

                                                                             চেয়ারম্যান

                                                                   তেঘরিয়া ইউনিয়ন পরিষদ

                                                                         কেরানীগঞ্জ,ঢাকা।

 

 

 

 

 

 

 

 

 

 

তেঘরিয়া  ইউনিয়ন পরিষদ

উপজেলাঃ কেরানীগঞ্জ, জেলাঃ ঢাকা।

ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যগণ