এক নজরে তেঘরিয়া ইউনিয়ন পরিষদ
১. ইউপি কার্যালয়ের অবস্থান ঃ ঢাকা জেলার অর্ন্তগত কেরাণীগঞ্জ উপজেলায় তেঘরিয়া হাই স্কুলের পাশে তেঘরিয়া ইউনিয়ন পরিষদ অবস্থিত।
২. স্থাপনকাল ঃ ১৯৬০ খ্রিস্টাব্দ
৩। সীমানা ঃ পশ্চিমে বাস্তা ইউনিয়ন, দক্ষিনে মুন্সিগঞ্জ জেলা, পূর্বে কোন্ডা ও শুভাঢ্যা ইউনিয়ন, উত্তরে শুভাঢ্যা ইউনিয়ন।
৪। উপজেলা পর্যন্ত যোগাযোগের ব্যবস্থা ঃ ইজিবাইক, সি.এন.জি, অটো রিক্সা, লেগুনা।
৫। আয়তন ঃ ৪৪৪৩ বর্গ একর
৬। জনসংখ্যা মোট ঃ ৬৯৬৭২জন (২০২২সালের আদম সুমারি অনুযায়ী)
৭। খানার সংখ্য ঃ ২৬৯৫৯
৮। নদীভংগা পরিবারের সংখ্যা ঃ নাই
৯। ভোটার সংখ্যা ঃ ৩৪৬৪২ জন
ক. পুরুষ- ১৮০৩৬ জন
খ. মহিলা- ১৬৬০৬ জন
১০। গ্রামের সংখ্যাঃ ২২ টি। ১. বেয়ারা, ২. বেয়ারা মুসলিম নগর, ৩. মজিদ বেয়ারা, ৪. বনগ্রাম, ৫. তেঘরিয়া, ৬. পূর্বদী, ৭. পশ্চিমদী, ৮. নাজিরপুর, ৯. জালখোলা, ১০. কলাবাগান, ১১. নাজিরপুর, ১২. খালপাড়, ১৩. পাইনা খালপাড়, ১৪. পাইনা নয়া গাঁ, ১৫.ভৈরব নগর, ১৬. বাঘৈর, ১৭. বাঘৈর ঋষিপাড়া, ১৮. কদমপুর, ১৯. কলাকান্দি, ২০. আব্দুল্লাহপুর. ২১. বুড়িডাংঙ্গা, ২২. কৃষ্টনগর।
১১। মৌজার সংখ্যা ঃ ১. বেয়ারা, ২. পশ্চিমদী, ৩. নোয়াদ্দা, ৪. বাঘৈর, ৫. আব্দুল্লাহপুর।
১২। শিক্ষা প্রতিষ্ঠান ঃ
১. মাধ্যমিক উচ্চ বিদ্যালয় (এমপিওভুক্ত) - ০২ টি
২. প্রাথমিক বিদ্যালয় সরকারি - ০৮ টি
৩. প্রাথমিক বিদ্যালয় বে-সরকারি- ০২ টি
৪. কিন্ডার গার্টেন স্কুল - ২১ টি
৫.মাদ্রাসা - ২১ টি
১৩. মসজিদ সংখ্যা - ৮০ টি
১৪. মন্দির - ১০ টি
১৫. শ্বশান ঘাট - ০৪ টি
১৬. হাউজিং কোম্পানী - ০৬ টি
১. প্রিয়পাঙ্গন আবাসিক প্রকল্প।
২. ঝিলমিল আবাসিক প্রকল্প।
৩.বসুন্ধরা আবাসিক প্রকল্প।
৪.সাউথ টাউন আবাসিক প্রকল্প।
৫.ঝিলমিল আবাসিক প্রকল্প।
৬.মায়াকানন আবাসিক প্রকল্প।
১৭. স্বাস্থ্য কমিউনিতি ক্লিনিক - ২টি
১৮. উপস্বাস্থ্য কেন্দ্র - ১ টি
১৯. হাট-বাজারের সংখ্যা ঃ ৬ টি।
১. বেয়ারা বাজার
২. বনগ্রাম বাজার
৩. তেঘরিয়া বাজার
৪. রাজেন্দ্রপুর বাজার
৫. বাঘৈর গৈস্তা বাজার
৬. আব্দুল্লাহপুর বাজার
২০. পাইকারী আড়ৎ - ১টি
২১. ব্যবসা প্রতিষ্ঠান - ১৩০০ টি
২২. শিক্ষার হার ঃ ৭৮%
১. পুরুষ- ৪৫%
২. মহিলা- ৩৩%
২৩. রাস্তা ও সড়ক ঃ ৪৬ কি.মি
১. পাকা- ৭০.০০ কিঃ মিঃ
২. কাচাঁ- ২০.০০ কিঃ মিঃ
৩. এইচ বি বি - ১০.০০ কিঃ মিঃ
২৪. নলকূপের সংখ্যা ঃ ৫৬৫ টি
১. অগভীর- ২০০ টি
২. গভীর- ৩০০ টি
৩. তারা পাম্প - ৬৫ টি
২৫. সামাজিক নিরাপত্তা কর্মসূচী ঃ ৬টি
১. ভি ডব্লিউ ভি- ১০৫
২. ভিজিএফ- ২৩০
৩. বয়স্ক ভাতা- ১২৬৯ ( চাহিদা-২০০ জন )
৪. বিধবা/স্বামীপরিত্যাক্তা ভাতা- ২৫৫ ( চাহিদা ২৫ জন )
৫. প্রতিবন্ধি ভাতা- ৩৩০ ( চাহিদা ১০০ জন )
৬. মার্তৃত্বকাল ভাতা - চলমান প্রক্রিয়া
৭. খাদ্য বান্ধব কার্ড - ৯৫১
২৪। জমির পরিমান (একরে ) ঃ
১. এক ফসলী ২৩৯.৫৯ একর
২. দু ফসলী ১০৬৭.০৪ একর
৩. তিন ফসলী ৪৬১.৮৯ একর
৪. পতিত জমি ১৮৭.৭২ একর
২৫। ইউডিসির সেবা সমূহ ঃ গুরুত্বপূর্ণ ২০টি।
১. সিএস/এস.এ/আর.এস সাটিফাইড পর্চা উত্তোলন, ২. জন্ম ও মৃত্যু নিবন্ধন, ৩. মোবাইল ব্যাংকিং.
৪. এনআরবিসি এজেন্ট ব্যাংকিং, ৫. অনলাইনে ওয়ারিশান সনদ প্রদান, ৬. নাগরিক সনদ প্রদান, ৭.ছবি তোলা, ৮. ফটোকপি. ৯. লেমেনেটিং/স্ক্যান/কালার প্রিন্ট, ১০. ইন্টারনেট ব্রাউজিং, ১১. ই-মেইল, ১২. ফ্রি কম্পিউটার প্রশিক্ষন, ১৩. যে কোন কম্পোজের কাজ করা, ১৪. স্কুল/কলেজের পরীক্ষার ফলাফল, ১৫. সরকারী যে কোন ফরম ডাউনলোড, ১৬. চাকুরীর ফরম পূরণ, ১৭. বিশ্বেও যে কোন দেশের ভিসা চেকিং, ১৮. এয়ার টিকিটিং, ১৯. যে কোন দলিলের নকল প্রদান, ২০. বিদ্যুতের মিটারের আবেদন ফরম পূরণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস